বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হলে আমাদের দেশে ব্রাজিল দলের ভালোই সমর্থক পাওয়া যায় এবং খেলা নিয়ে ব্যাপক আলোচনা, সমালোচনা সবখানেই চলতে থাকে। ঠিক এমনই এক বিশ্বকাপ ফুটবল চলা কালীন সময়ে, শিক্ষা সফররত বাসে চলছে তুমল আলোচনা, তর্ক-বিতর্ক। বিতর্কের একসময় আর্জেন্টিনা সমর্থক এক শির্ক্ষাথীনি তার ছেলে সহপাঠিকে কট্টাক্ষ করে জিজ্ঞাসা করলো," খুব তো ব্রাজিল, ব্রাজিল করছিস- ইংরেজিতে বানান করত তো"। ছেলে সহপাঠিটির তাৎক্ষণিক উত্তর ছিলো, "ইংরেজিতে পুরা বানান না পারলেও প্রথম তিন অক্ষরের বানান খুব ভালোই বলতে পারবো"।
প্রকৃত পক্ষে স্থানীয়দের জন্য "Brasil"(ব্রাজিলিয়ান পর্তুগিজ স্পিকার), "Brazil" যদি ইংরেজীতে লিখতে হয়।আর অফিসিয়াল নাম “República Federativa do Brasil”.
No comments:
Post a Comment