Tuesday, June 12, 2018

এন্টিবায়োটিক ব্যবহার/ সেবনে সচেতনতা এবং সাবধানতা

দৈন্দিন জীবনে বিভিন্ন রোগের ক্ষেত্রে আমাদের যথেচ্ছা এন্টিবায়োটিকের ব্যবহার দেখা যায়। বিশেষ করে পল্লী-মফসল এলাকায় এই কথাটা ভালোই প্রচলিত আছে "রোগের ঔষধ তো একটাই এন্টিবায়োটিক"। জ্বর সর্দি কফ-কাশির জন্য ফার্মেসীর কম্পাউন্ডার হতে তিন-চারটি এন্টিবায়োটিক সেবন এবং আরোগ্য লাভের ঘটনার সাথে আমরা ভালোই পরিচিত আছি। কিন্তু অপ্রয়োজনে, অযৌক্তিকভাবে ও অসম্পূর্ণ মেয়াদে  এন্টিবায়োটিক ব্যবহারের কারণে প্রতিরোধী জীবাণুর মাধ্যমে আমাদের এবং ভবিষ্যৎ প্রজন্মের মৃত্যু ঝুকি বাড়ছে।



জেনে রাখা ভালো যে ভাইরাসজনিত সর্দি-জ্বর-কাশি-ডায়রিয়াতে এন্টিবায়োটিক কাজ করে না। এন্টিবায়োটিক ব্যবহার/ সেবনে নিম্নলিখিত সচেতনতা এবং সাবধানতা অবলম্বন করা প্রয়োজন।
  • শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন মোতাবেক অথবা বিশেষ ক্ষেত্রে সরকারি নীতিমালা অনুযায়ী প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী কর্তৃক সরবরাহকৃত এন্টিবায়োটিক সেবন করা যাবে।
  • এন্টিবায়োটিক সেবন বা গ্রহনের ক্ষেত্রে প্রেসক্রিপশনে উল্লেখিত সময় ও নির্দেশনা মেনে চলতে হবে।
  • শারীরিকভাবে সুস্থ অনুভব করলেও প্রেসক্রিপশনে নির্দেশিত এন্টিবায়োটিকের কোর্স সম্পূর্ণ করতে হবে।

No comments:

Post a Comment